Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

  কুমিল্লা জেলার লালমাই পাহাড়ের পশ্চিমে পাদদেশে হতে পশ্চিম দিকে চাঁদপুর জেলার সীমান্ত পর্যন্ত ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে শস্য শ্যামল বরুড়া উপজেলা গঠিত। উপজেলার উত্তরে চান্দিনা প বুড়িচং উপজেলা , পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা , দক্ষিণে লাকসাম ও শাহারাস্তি উপজেলা এবং পশ্চিমে কচুয়া উপজেলা।  বরুড়া একটি খাদ্য  স্বয়ং সম্পূর্ণ এবং খাদ্যে  উদ্বৃত্ত উপজেলা। এই উপজেলায় ফসলের নিবিড়তা ২৯১%। উপজেলাটি দানা শস্য ও নানারকম সবজি উৎপাদনে বেশ সমৃদ্ধ বিধায় দানা জাতীয় শস্য ও সবজি উৎপাদনের পাশাপাশি কৃষি বহুমুখীকরণ ও জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণের নিমিত্তে প্রতিটি ইউনিয়নে বসতবাড়ী ভিটায় বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন, বিষমুক্ত সবজী উৎপাদন, পুরনো ফল গাছ ছাঁটাইকরণ ও সুষম সার প্রয়োগ এবং ফল গাছে মুকুল আসার সময় কীটনাশক স্প্রে করে রোগ ও পোকা দমনের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধির বিষয়টি সর্বাধিক গুরত্ব প্রদান করা হয়েছে।